রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৫৯ পূর্বাহ্ন

কেশরগঞ্জে মুক্তিযোদ্ধার বিরুদ্ধে সরকারী রাস্তা দখলের অভিযোগ

222222222ফুলবাড়িয়া নিউজ 24ডটকম : উপজেলার কেশরগঞ্জস্থ বাদীহাটি গ্রামের বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আঃ খালেক (অব. সৈনিক) এবং বড়খিলা গ্রামের দলিল লেখক (মহুরী) মোহাম্মদ হারুন অর রশিদ খান এর বিরুদ্ধে সরকারী রাস্তা দখলের অভিযোগের প্রাথমিক সততা পাওয়ায় অবৈধ স্থাপনা সরানোর নির্দেশ দিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) আফরোজা আখতার।
জানা যায় সম্প্রতি নাওগাঁও, বাক্তা ও পুটিজানা এই ৩ ইউনিয়নের সংযোগস্থল কেশরগঞ্জ টু শিবপুর বোডের বাজার রাস্তায় (কেশরগঞ্জ পশ্চিম বাজার) প্রভাব খাটিয়ে অবৈধভাবে ঘর উত্তোলন শুরু করলে স্থানীয় সচেতন এলাকাবাসী মুক্তিযোদ্ধা আলহাজ্ব আঃ খালেকের বিরুদ্ধে জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেন। তারই প্রেক্ষিতে উপজেলা ভূমি অফিসের কর্মরত সার্ভেয়ার দিয়ে সরেজমিনে তদন্ত হয় এবং অভিযোগের প্রাথমিক সততা মিলে। পলাশীহাটা মৌজায় ১নং খাস খতিয়ান ভূক্ত বি,আর,এস, ৩৯৮নং দাগের ভূমিতে অভিযুক্ত ব্যক্তিদ্বয়ের টিনের চালা ঘর ও বালির বস্তা ফেলে সরকারী জমি দখল করা আইনের পরিপন্থি হওয়ায় উক্ত জমি থেকে ০৭ (সাত) কার্য দিবসের মধ্যে অবৈধ স্থাপনা সরিয়ে নেয়ার জন্য নির্দেশ দিয়েছেন। অন্যথায় আইন অনুযায়ী পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে। গত ১৩ এপ্রিল সহকারী কমিশনার (ভূমি) আফরোজা আখতার এ সংক্রান্ত একটি চিঠি ইস্যু করেন। আগামী ২৪এপ্রিল প্রশাসনের বেঁধে দেওয়া সময়সীমা শেষ হচ্ছে।

Please Share This Post in Your Social Media

কপিরাইট © ফুলবাড়িয়ানিউজ২৪ ডট কম ২০২০
Design & Developed BY A K Mahfuzur Rahman