সোমবার, ০৫ Jun ২০২৩, ১০:১৬ অপরাহ্ন
মো. আ. জব্বার, ফুলবাড়িয়া নিউজ ২৪ডটকম : রবিবার (২৭মার্চ) কেশরগঞ্জ বাজারের পলাশী হাটা স্কুল এন্ড কলেজ রোডে অবস্থিত “ইফতি ইংলিশ একাডেমী”তে ২০১৬ইং সনের এইচ.এস.সি. পরীার্থীদের বিদায় উপলে মিলাদ ও দোয়া মাহফিল এবং কৃতি শিার্থীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১০টায় পলাশীহাটা স্কুল এন্ড কলেজের সাবেক শিক, নিশ্চিন্তপুর ঈদগাহ মাঠের সাবেক ইমাম ও খতিব মৌ: মো. আ. রাজ্জাক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে
বক্তব্য রাখেন পলাশী হাটা স্কুল এন্ড কলেজের গভর্ণিং বডির সভাপতি, উপজেলা আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক স¤পাদক ডা. তোফাজ্জল হোসেন। বিশেষ অতিথি ছিলেন ফজলুল হক মাখন, অব. শিক্ষক আলহাজ্ব ইব্রাহীম খলিল, পলাশীহাটা দাখিল মাদ্রাসার শিক্ষক আলহাজ্ব ইসমাইল হোসেন, নিশ্চিন্তপুর মডেল স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মো. আ. কাদের মাস্টার, পাটুলী উচ্চ বিদ্যালয়ের সহ শিক্ষক সিরাজুল ইসলাম, পলাশীহাটা উচ্চ বিদ্যালয় ও কলেজের সহ শিক্ষক মো. কছিম উদ্দিন, শ্রীপুর কাঁচিচুড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. শাহজাহান, ইফতি ইংলিশ একাডেমীর পরিচালক মো. আব্দুল খালেক, সমাজ সেবক সেলিম রেজা প্রমুখ। অনুষ্ঠান পরিচালনায় মো. আব্দুল জব্বার।