সোমবার, ০৫ Jun ২০২৩, ১১:৩০ অপরাহ্ন
ফুলবাড়িয়া নিউজ 24 ডটকম : কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী ও সহ-সভাপতি রাহুল গান্ধী ন্যাশনাল হেরাল্ড মামলায় আদালতে হাজির হওয়ার কিছু আগে মামলার বাদি বিজেপি নেতা সুব্রেমেনিয়াম স্বামী সাংবাদিকদের বলেছেন, ‘শুধু দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার জন্য আমি তাদের আদালতে হাজির করাইনি।’
সুব্রেমেনিয়াম এই মামলাটি দায়ের করেছেন একেবারেই ব্যক্তিগত উদ্যোগে।
মামলার লক্ষ্য উল্লেখ করে তিনি বলেন, ‘আমি এই মামলার মাধ্যমে তাদেরকে আদালতে হাজির করে সাধারণ মানুষকে উৎসাহিত করতে চেয়েছি এবং উপরের স্তরের ক্ষমতাবানদের মধ্যে ভয়ের সঞ্চার করতেও চেয়েছি।’
সূত্র- আমাদের সময়