বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০২:১৬ পূর্বাহ্ন
ফুলবাড়ীয়া নিউজ 24ডটকম : কাল বৃহস্পতিবার (১৪জুলাই) বেলা ১১টায় ফুলবাড়ীয়া উপজেলা রিসোর্স সেন্টারে ব্র্যাকের উদ্যোগে ‘গ্রামীণ ফোরাম’ অনুষ্ঠিত হবে।
শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, খাদ্য, জ্বালানী, দারিদ্র বিমোচন, বিদেশগমন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, লিংগ বৈষম্য, অর্থনৈতিক ও অবকাঠামোগত উন্নয়ন, সুশাসন ব্যবস্থা ও প্রাতিষ্ঠানিক উন্নয়ন, বিজ্ঞান ও প্রযুক্তিতে উন্নতি ইত্যাদি বিষয়ে অগ্রাধিকার ঠিক করার লক্ষে মতামত দিতে গ্রামীণ ফোরাম অনুষ্ঠিত হবে।
ব্র্যাক মূল্যায়ন ও গবেষণা বিভাগ এবং কোপেনহেগেন কনসেনসাস সেন্টার যৌথভাবে বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার ঠিক করার জন্য ‘গ্রামীণ ফোরাম’ আয়োজন করছে। মতামত অনুষ্ঠানে যথা সময়ে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছেন ব্র্যাক গবেষণা ও মূল্যায়ন বিভাগের পরিচালক প্রফেসর আব্দুল বায়েস। এতে মুল প্রবন্ধ উপস্থাপন করবেন ব্র্যাক সেন্টার মহাখালী ঢাকার গবেষণা অফিসার মো. তারিকুল ইসলাম।
সম্পাদনায়- আব্দুস ছাত্তার
স্থানীয় সময়- ১৯১৫ঘন্টা, ১৩জুলাই ২০১৬