বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১২:৫৩ পূর্বাহ্ন
ফুলবাড়িয়া নিউজ 24ডটকম : বুধবার (১৮মে) বিকেলে কালাদহ ব্লকে কালাদহ নিজপাড়া স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা মাঠে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের খরিপ- ১/২০১৬-১৭ মৌসুমের কুমড়াজাতীয় সবজির মাছি পোকা দমনে সেক্স ফেরোমন ট্র্যাপ ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির প্রনোদনা কর্মসূচীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। সবজিখ্যাত কালাদহ গ্রামের মাঝখানে কৃষক মাঠ দিবস হওয়ায় কৃষকের পাশাপাশি কৃষাণিদের উপস্থিতিও নেহায়ত কম ছিল না।
নবাগত নির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নুরুল ইসলাম মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা কৃষি ড. মোছা. নাছরিন আক্তার বানু, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মো. ফজলুল হক, উপসহকারী কৃষি কর্মকর্তা ও ডিকেআইবি ফুলবাড়ীয়া উপজেলা শাখা সাধারণ সম্পাদক তোফায়েল হোসেন ও কৃষক আব্দুল কাদের সরকার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপসহকারী কৃষি কর্মকর্তা ও ব্লক সুপারভাইজার আবু রায়হান। সব্জি সমৃদ্ধ কালাদহ ইউনিয়নে আগামীদিনে কৃষির বিপ্লব ঘটিয়ে জাতীয়ভাবে স্বীকৃতি আনতে কৃষি বিভাগের সাথে ইউনিয়ন পরিষদ কাজ করতে চায় বলে উপস্থিত কৃষকদের আশ্বস্ত করেছেন বক্তারা।