ফুলবাড়িয়া : ২০০৮ সালের ১১ জুন দীর্ঘ ১১ মাস কারাভোগের পর আওয়ামী লীগ সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মুক্তি লাভ করেন। সে লক্ষ্যে রবিবার (১১জুন) জেলা পরিষদ ডাকবাংলো ফুলবাড়িয়ায় আলোচনা সভা দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়িয়া থেকে বার বার নির্বাচিত মাননীয় জাতীয় সংসদ সদস্য ও সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ মোসলেম উদ্দিন এডভোকেট। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ফুলবাড়িয়া উপজেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক ও ময়মনসিংহ জেলা পরিষদের অন্যতম সদস্য ফারজানা শারমিন বিউটি, রাধাকানাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ গোলাম কিবরিয়া তরফদার শিমুল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান খান, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মোঃ ওয়াদুদ আকন্দ দুদু, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম, উপজেলা সেচ্ছাসেবক লীগ সভাপতি কামরুজ্জামান জামান, শ্রমিক লীগের যুগ্ম আহবায়ক বশির আহমেদ, তাঁতী লীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন মাষ্টার, উপজেলা সেচ্ছাসেবক লীগের নেতা সাংবাদিক আল এমরান, উপজেলা ছাত্র লীগের সাবেক সিনিয়র সহ সভাপতি মোঃ মোজাম্মেল হক, উপজেলা ছাত্র লীগের সাংগঠনিক সম্পাদক আফিফ হাসান খান শামীম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক আব্দুস সালাম মাস্টার। সঞ্চালনায় ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক সাংবাদিক গোলাম ফারুক আকন্দ।
আপনার মতামত লিখুন :