সোমবার, ২৯ মে ২০২৩, ১২:৩৮ অপরাহ্ন

কান্দানয়িায় তরুন সমাজ সংঘের শীতবস্ত্র বিতরণ

803জিল্লুর রহমান রিয়াদ : কান্দানযি়া তরুণ সমাজ সংঘরে উদ্যোগে আজ বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর)
কান্দানয়িা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়ছে।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত
ছিলেন, ফুলবাড়ীয়া উপজলো মুক্তিযোদ্ধা ইউনিটের ডেপুটি কমান্ডার জিএম আনোয়ার হোসনে খসরু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভবানীপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শাহীনুর
মল্লিক জীবন, যুবলীগ নেতা জুয়লে মল্লিক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তর্বিগ।
অনুষ্ঠানের সার্বক্ষনিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের সভাপতি আমিরুল ইসলাম লাভলু, সাধারণ সম্পাদক সজিব আহমদে, সাংগঠনকি সম্পাদক হুমায়ুন আহমদেসহ অন্যান্য সদস্যবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মরহুম মোসলমে উদ্দনি বিএসসি স্মৃতি সংসদের সাংগঠনকি সম্পাদক আব্দুল্লাহ আল বাকীহ বদরু।
কান্দানয়িা তরুণ সমাজ সংঘের এই প্রেরণা ও প্রচেষ্টা উত্তোরত্তর বৃদ্ধি পাবে এবং এরা সমাজ সেবায় অগ্রণী ভূমিকা পালন করবে এমনটাই মনে করছনে স্থানীয় সুধী সমাজ।

Please Share This Post in Your Social Media

কপিরাইট © ফুলবাড়িয়ানিউজ২৪ ডট কম ২০২০
Design & Developed BY A K Mahfuzur Rahman