রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৬:১৬ পূর্বাহ্ন
ফুলবাড়িয়া নিউজ 24ডটকম : শুক্রবার ১৮নভেম্বর কান্দানিয়া বাজার জান্নাতুল উলুম কওমী মাদ্রাসা ও এতিমখানায় ইসলামী মহা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কান্দানিয়া বাজার জামে মসজিদের সাবেক খতিব হযরত মাওলানা তালেব হোসাইন এর সভাপতিত্বে আমন্ত্রিত ওলামায়ে কেরাম ছিলেন রংপুরের উদীয়মান তরুন বক্তা হযরত মাও: মুফতি মো: এহসান ইবনে মাসুদ, সিরাগঞ্জের জামিয়া ইসলামিয়া দারুল উলুম পঞ্চসোনা মাদ্রাসা পরিচালক হযরত মাও: মুফতি আব্দুল্লাহ তাহের তাওহিদীসহ শীর্ষস্থানীয় ও স্থানীয় ওলামায়ে কেরাম। কৃতজ্ঞতা জ্ঞাপন করেন মাদ্রাসা ও এতিমখানা পরিচালনা কমিটির সভাপতি এবং ১৩নং ভবানীপুর ইউনিয়ন পরিষদের তরুন চেয়ারম্যান শাহীনুর মল্লিক (জীবন)। মাহফিলে প্রাথমিক চিকিৎসারও ব্যবস্থা ছিল। সম্মেলনে ব্যাপক লোকজনের সমাগম ঘটে।