সোমবার, ২৯ মে ২০২৩, ১১:২১ পূর্বাহ্ন

কলি থেকে ফো‍ঁটার আগেই ঝরে গেল সানজিদা

630জিল্লুর রহমান রিয়াদ, ফুলবাড়িয়া নিঊজ 24ডটকম :
ভোর ৫ টা ২১ মিনিটে সারোয়ারের ফোন পেয়ে ঘুম ভাঙে। তার থেকেই জানতে পারি সানজিদা চলে গেছে না ফেরার দেশে। রাত পৌনে চারটার দিকে ওর মৃত্যু হয়।
২৫ মে বিকাল বেলা বাজারে ফখরুল স্যার আমাকে ডাক দেয়। তাকিয়ে দেখি উনি ফজলু স্যারের সাথে কথা বলছেন। ভবানীপুরের ফজলু স্যার। ইংরেজি পড়ান। আছিম এলাকায়। সাধারণত টিউশনি করে থাকেন। উনারই মেয়ে সানজিদা।
বয়স প্রায় ৮ বছর। ডাঃ জামান একাডেমীর মেধাবী ছাত্রী। প্রথম শ্রেণি বা নার্সারির ছাত্রী ছিল সে। গত বছরের শেষের দিকে জানা যায়, ও ক্যান্সার আক্রান্ত।
এবিষয়েই ফজলু স্যারের সাথে ফখরুল স্যারের কথা হচ্ছিল। ফখরুল স্যার আমাকে বলেন, ওর জন্য কিছু করা যায় কিনা! চিকিৎসার জন্য অনেক অর্থের প্রয়োজন। আমি বলেছিলাম, বন্ধুদের সাথে কথা বলে চেষ্টা করব।
কথা আর বলতে পারলাম না কারো সাথে। কিছু করতেও পারলাম না। আজীবন বিষয়টা মনে আঘাত করবে।
ভালো থেকো সানজিদা। আল্লাহ্ ওকে জান্নাতুল ফিরদাউস দান করুন। আর শিশুরা তো ফেরেশতার মত। তাদের জন্য রয়েছে অবধারিত জান্নাত। ঈনশাআল্লাহ।
হে আল্লাহ্, ওর পিতামাতা ও পরিবারের সদস্যদের ধৈর্য ধরার তৌফিক দান কর। আমীন।

Please Share This Post in Your Social Media

কপিরাইট © ফুলবাড়িয়ানিউজ২৪ ডট কম ২০২০
Design & Developed BY A K Mahfuzur Rahman