সোমবার, ০৫ Jun ২০২৩, ০৯:৫৫ অপরাহ্ন

কবি সেলিম আল রাজের পিতার ইন্তেকাল

Soroj Aliগৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : গৌরীপুর যুগান্তর পৌর স্বজন সমাবেশের সাংগঠনিক সম্পাদক কবি ও লেখক সেলিম আল রাজের পিতা শালীহর গ্রামের মৃত নাছির উদ্দিনের পুত্র আবুল কাসেম ওরফে সুরুজ আলী (৫৫) বৃহস্পতিবার (২ জুন) বিকাল হৃদযন্ত্রের ক্রীয়াবন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে—–রাজেউন)। মৃত্যুকালে স্ত্রী, ১পুত্র ৩কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। পৌর শহরের কলাবাগানে প্রথম জানাযা, ২নং গৌরীপুর ইউনিয়নের মুন্সীরচক চকবাজার জামে মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় জানাযা শেষে পাারিবারিক করবস্থানে দাফন কার্য সম্পন্ন হয়।

Please Share This Post in Your Social Media

কপিরাইট © ফুলবাড়িয়ানিউজ২৪ ডট কম ২০২০
Design & Developed BY A K Mahfuzur Rahman