কদর নেই ঐতিহ্যবাহী কাঁসা-পিতল শিল্পের


প্রকাশের সময় : ডিসেম্বর ২১, ২০১৫, ১২:৫৬ PM / ৫৬৭
কদর নেই ঐতিহ্যবাহী কাঁসা-পিতল শিল্পের

kashaফুলবাড়িয়‍া নিউজ 24 ডটকম : ঐতিহ্যবাহী কাঁসা-পিতল শিল্পের জন্য এক সময় বিখ্যাত ছিল শরিয়তপুর। কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় এর পৃষ্ঠপোষকতার অভাবে এই শিল্প এখন বিলুপ্তির পথে। ফলে টিকতে না পেরে ভিন্ন পেশায় চলে যাচ্ছে কারিগররা। এ সমস্যা সমাধানে সহজ শর্তে ব্যাংক ঋণের দাবী জানিয়েছে কারিগররা।

সরকারি উদ্যোগ ও পৃষ্ঠপোষকতার অভাবে শরিয়তপুরের এতিহ্যবাহী কাঁসা-পিতল শিল্প দিনকে দিন প্রায় বিলুপ্তির পথে। এক সময় এ জেলায় ছোট বড় হাজারেও বেশি কারখানা ছিল। কাজ করত প্রায় পনের হাজার কারিগর। যা এক সময় দেশের চাহিদা মিটিয়ে রপ্তানি হতো বিদেশেও। বর্তমানে জেলায় ১০ থেকে ১২ টি  কারখানায় ৫০ জন কারিগর কাজ করছে।

এদিকে কাঁচামালের দাম বৃদ্ধি পাওয়ায় প্লাস্টিক, এ্যালোমিনিয়াম,কাঠ ও সিরামিকের তৈরি সামগ্রির দাম তুলনামূলক কম হওয়ায় নেই কাঁসা-পিতল সামগ্রির কদর।

সরকারি পৃষ্ঠপেষকতা পেলে ফিরে পেতে পারে ঐতিহ্যবাহী এ শিল্পটি ফিরে পেতে পারে হারানো ঐতিহ্য। সূত্র:এটিএন বাংলা
সূত্র- আমাদের সময়