ঔষধ কোম্পানীর প্রতিনিধিকে জিম্মি করে প্রায় ৫লাখ টাকা ছিনতাই


প্রকাশের সময় : জুলাই ১৪, ২০১৬, ২:৫৩ PM / ১০৯
ঔষধ কোম্পানীর প্রতিনিধিকে জিম্মি করে প্রায় ৫লাখ টাকা ছিনতাই

images-14

ফুলবাড়িয়া নিউজ 24ডটকম: ময়মনসিংহের ফুলবাড়িয়ায় দাওশা পীরগঞ্জ হাই স্কুল সংলগ্ন এলাকায় গ্লোব ফার্মাসিউক্যাল লি: এর এসিস্ট্যান্ড সেলসম্যান ও এমপিও জিম্মি করে ৫লাখ ১৩হাজার ২৫০টাকা ছিনতাই, মোটর বাইক ভাংচুর করে উভয়কে মারাতœক আহত করেছে। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে। কোম্পানীর ২জন প্রতিনিধি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন তার মধ্যে মোজাম্মেল হকের অবস্থা আশংকাজনক বলে জানাগেছে।
লিখিত অভিযোগ থেকে জানা যায়, ১৩জুলাই রাত অনুমান ১১ঘটিকার সময় বকেয়া আদায় করে আসার পথে পীরগঞ্জ বাজারের উত্তর পার্শ্বে হাই স্কুল মোড় এলাকায় পৌঁছামাত্র আসামী কমলাপুর গ্রামের ইসলমাইল হোসেনের পুত্র রাসেল মিয়া (২৮) মোটর সাইকেলের গতিরোধ করে সঙ্গীয়দের নিয়ে গ্লোব ফার্মাসিউক্যাল লি: এর এসিস্ট্যান্ড সেলসম্যান আ. আউয়াল এবং এমপিও মোজাম্মেল হককে জিম্মি করে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথারী আঘাত করে মারাত্নক আহত করে। এসময় এসিস্ট্যান্ড সেলসম্যান আ. আউয়াল এর কাছে থাকা ৩লাখ ৭৮হাজার ২৫০টাকা এবং এমপিও মোজাম্মেল হকের সাথে থাকা ১লাখ ৩৫হাজার টাকা ছিনতাই করে নিয়ে। তারা মোটর বাইকটিও ভাংচুর করে প্রায় ৩৭হাজার টাকার ক্ষতিসাধন করেছে বলে জানা গেছে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ব্যাপারে বৃহস্পতিবার ফুলবাড়ীয়া থানায় আ. আউয়াল বাদী হয়ে একটি লিখিত অভিযোগ করেছেন।