বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০১:২৫ পূর্বাহ্ন
ফুলবাড়িয়া নিউজ ২৪ডটকম : ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ফুলবাড়িয়া এডিপি নবকলি প্রকল্পের অর্থনৈতিক উন্নয়ন দলের অংশগ্রহনকারী সদস্যদের মধ্যে শাক সবজির পুষ্টি গুনাগুন ও উপকারিতা বিষয়ে আলোচনা করেন উপজেলা মেডিকেল অফিসার ও পুটিজানা পরিবার কল্যান কেন্দ্রের দায়িত্বরত ডাঃ বিধান চন্দ্র দেবনাথ।
নবকলি প্রকল্প ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ফুলবাড়িয়া এডিপির উদ্যোগে গত ১৭ ফেব্রয়ারী বুধবার পুটিজানা পরিবার কল্যান কেন্দ্রের অর্থনৈতিক দলের সদস্যদের মাঝে শাক সবজির পুষ্টি গুনাগুন ও উৎপাদন এবং দেশী মুরগি পালনে একদিনের আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা মেডিকেল অফিসার ও পুটিজানা পরিবার কল্যান কেন্দ্রের দায়িত্বরত ডাঃ বিধান চন্দ্র দেবনাথ। তিনি উপস্থিত সদস্যদের উদ্দেশ্যে বলেন প্রতিটি শাক সবজির অনেক পুষ্টি গুনাগুন আছে যা মানুষের শরীরে রোগ-প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং শরীর কে সতেজ রাখে এবং শিশুদের বৃদ্ধি ও বিকাশে সহায়ক ভুমিকা পালন করে। তিনি শিশুদের উদ্দেশ্যে বলেন শিশুর বয়স ছয় মাস পার হলে অবশ্যই মায়ের বুকের দুধের পাশাপাশি বাড়তি খাবার দিতে হবে সেক্ষেত্রে অল্প একটু শাক-সবজি ও মুরগির কলিজা কিংবা গোস্ত খিচুরি আকারে খায়াতে পারলে শিশুর বুদ্ধি ও বৃদ্ধি দুটোই ভাল হবে। তিনি পুটিজানা পরিবার কল্যান সংগে নবকলি প্রকল্পের সকল সদস্য ও মাঠ পর্যায়ে কর্মরত সহায়কদের যোগাযোগ বাড়ানোর অনুরোধ জানান। অরো উপস্থিত ছিলেন নবকলি প্রকল্পের অর্থনৈতিক উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুর রউফ তিনি বলেন শাক-সবজির উৎপাদন ও দেশী মুরগি পালনে যেমন পুষ্টি পাওয়া যাবে তেমনি আয়ের পথও সৃষ্টি হবে।