বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০১:২৩ পূর্বাহ্ন
ফুলবাড়িয়া নিউজ ২৪ডটকম : ঐতিহাসিক মুজিব নগর দিবসে আজ রবিবার ফুলবাড়ীয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) আফরোজা আখতার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এড. ইমদাদুল হক সেলিম, ওয়াদুদ আকন্দ দুদু, মোহসিনা বেগম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হারুন অর রশিদ হারুন প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. শরিফুল ইসলাম। পরে শিল্পকলা একাডেমির ক্ষুদে শিল্পীরা গান পরিবেশন করেন।
অপরদিকে উপজেলা আ’লীগের উদ্যোগে দলীয় অফিসে পতাকা উত্তোলন ও জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করা হয়।