জিল্লুর রহমান রিয়াদ, ফুলবাড়িয়া নিউজ 24ডটকম : সোমবার (৪ জুলাই) আছিমের এ্যারাইজ স্টুডেন্টস এ্যাসোসিয়েশন এর নতুন কমিটি গঠিত হয়েছে। সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিলের পর প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় এ কমিটি গঠন করা হয়। সংগঠনের সভাপতি জুলহাস উদ্দিন শিমুলের সভাপতিত্বে আলোচনা সভায় আগামী বছরের কর্মপরিকল্পনা সম্পর্কে নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সর্বসম্মতিক্রমে আগামী ১ বছরের জন্য নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বর্তমান সভাপতি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েরর বাংলা বিভাগের ছাত্র জুলহাস উদ্দিন শিমুল। সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের ছাত্র রেজাউল্লাহ খান রাজু ও কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজিব রহমান খান পিয়াস।
নতুন কমিটিতে সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সারোয়ার আলম জিয়া এবং যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র মাজিদুল ইসলাম তপন।
১৬ সদস্যের এই আহ্বায়ক কমিটিতে সাংগঠনিক সম্পাদক হয়েছেন বর্তমান সহ-সভাপতি টাঙ্গাইল টেক্সটাইল ইন্সটিটিউট এর ছাত্র ফয়সাল আহমেদ মবিন।
খুব শীঘ্রই পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে ফুলবাড়ীয়া নিউজ ২৪ ডটকমকে জানান সংগঠনের সভাপতি জুলহাস উদ্দিন শিমুল।
আপনার মতামত লিখুন :