মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০৪:১৪ পূর্বাহ্ন
ফুলবাড়িয়া নিউজ 24ডটকম : বাংলাদেশ বার কাউন্সিল থেকে সনদ পরীক্ষা-২০১৬ কৃতকার্য হয়ে গত ৮জুন (বুধবার) ময়মনসিংহ বার এসোসিয়েশন এর মেম্বারশীপ নিয়েছেন। চলতি বছর তিনিই ফুলবাড়ীয়া উপজেলায় একমাত্র এ্যাডভোকেট সনদ গ্রহণ করেছেন বলে জানান এড. মো: রোমেন হোসাইন। তিনি সকলের দোয়া প্রত্যাশী।