রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৪৩ পূর্বাহ্ন
ফুলবাড়িয়া নিউজ ২৪ডটকম : ময়মনসিংহের অতি: জেলা প্রশাসক (শিক্ষা আইসিটি) শারমিন জাহান গতকাল রবিবার সকালে ফূরবাড়ীয়ায় এস,এস,সি ও দাখিল পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন। সংগে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বনানী বিশ্বাস, সহকারী কমিশনার (ভুমি) আফরোজা আখতার। অন্যান্যদের মধ্যে স্কুল কেন্দ্রে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত কর্মকর্তা ও পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. শরিফুল ইসলাম, কেন্দ্র সচিব মো. আ. হাই, কেন্দ্র কর্মকর্তা এ.কে.এম সায়ফুল ইসলাম কাজল, মোকছেদ আলী, গোলাম রব্বানী, আব্দুস ছাত্তার, শাহদাত হোসেন, নারগিছ সুলতানা, ছাহেরা খাতুন, আব্দুল কুদ্দুছ, পরিতোষ চন্দ্র দাস মাদ্রাসা কেন্দ্রে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাছরিন আক্তার, একাডেমিক সুপারভাইজার মোহসিনা বেগম, হল সুপার মো. ইউনুছ আলী, কেন্দ্র সচিব এম এ হান্নান সরকার।