বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৮:২৪ পূর্বাহ্ন
ফুলবাড়িয়া নিউজ 24 ডট কম : ফুলবাড়িয়া দলিল লিখক সমিতি এস. আর. অফিসের নির্বাচনে পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন মীর্জা মো. কামরুজ্জামান দুলাল এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. আব্দুল জলিল। শনিবার সকাল ১০ টা হতে দুপুর ১ টা পর্যন্ত উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত ভোট গ্রহণে তারা নির্বাচিত হন।
নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মো. নুরুল ইসলাম জানান, শনিবার সকাল ৮টায় প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্দ দেওয়া হয়। সকাল ১০ টা হতে দুপুর ১ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ৫৪ জন ভোটারের মধ্যে ৫৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। প্রাপ্ত ফলাফলে দেখা যায় মীর্জা মো. কামরুজ্জামান (আনারস) পেয়েছেন ৪৪ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মো. আমিরুল ইসলাম (দোয়াত কলম) পেয়েছেন ৯ ভোট। সাধারণ সম্পাদক পদে মো. আব্দুল জলিল (মোরগ) পেয়েছেন ৩৭ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আব্দুল্লাহ আল মামুন সরকার (মাছ) পেয়েছেন ১৬ ভোট। গত ২০১৯ সালের ২১ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে গত ৩১ ডিসেম্বর আবারও নির্বাচন অনুষ্ঠিত হল। নির্বাচনে সভাপতি পদে মো. সোলায়মান ফরম উত্তোলন করলেও প্রার্থীতা প্রত্যাহারের শেষদিন ২৫ ডিসেম্বর তিনি প্রার্থীতা প্রত্যাহার করেন।