রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৩:১৯ পূর্বাহ্ন

এমপি প্রার্থী কেন্দ্রীয় যুবলীগ নেতা রন্টি চৌধুরীর গনসংযোগ

rontyমশিউর রহমান কাউসার, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনে উপ নির্বাচনে এম,পি পদে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় যুবলীগ নেতা সাংবাদিক আবু কাউছার চৌধুরী রন্টি এলাকায় ব্যাপক গনসংযোগ চালিয়ে যাচ্ছেন। তিনি বিগত গৌরীপুর পৌর নির্বাচনে দলীয় সিদ্ধান্তের প্রতি অনুগত হয়ে মেয়র পদে তার প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছিলেন। এক সময়ের মেধাবী ও ত্যাগী ছাত্রনেতা রন্টি চৌধুরী ১৯৯৬ সনে গৌরীপুর সরকারী কলেজ শাখা ছাত্রলীগের ১ম বর্ষের সভাপতি, ৯৭ সনে প্রচার সম্পাদক ২০০২ সনে আহবায়ক ও ২০০৪ সনে ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সদস্য নির্বাচিত হন। ২০১০ সনে তিনি সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা মরহুম ডাঃ ক্যাপ্টেন (অবঃ) মুজিব এম,পি’র এপিএস নিযুক্ত হয়ে সুনামের সাথে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি কেন্দ্রীয় যুবলীগের কার্যকরী কমিটির সদস্য হিসেবে দলীয় কর্মকান্ডে নেতৃত্ব দিয়ে আসছেন। মাঠ পর্যায়ের নেতা হিসেবে দলীয় কর্মসূচীর পাশাপাশি এলাকায় সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয়, বনায়ন ও ডিজিটাল কর্মকান্ড সহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য তারুন্যের প্রতিক রন্টি চৌধুরী এলাকায় সকলের কাছে একটি পরিচিত মুখ। তিনি দীর্ঘ ধরে সাংবাদিকতা পেশার সাথে জড়িত। বর্তমানে তিনি সাপ্তাহিক “রাজগৌরীপুর” পত্রিকার প্রকাশক হিসেবে দায়িত্ব পালন করছেন। রন্টি চৌধুরী বলেন তিনি জনপ্রতিনিধি নির্বাচিত হলে গৌরীপুরে গ্যাস লাইন সংযোগের মাধ্যমে মহিলাদের দীর্ঘদিনের দাবি পূরন করে এলাকায় আতœকর্মসংস্থান মূলক কাজের ক্ষেত্র তৈরী করে বেকারত্ব দূরীকরন করবেন। তার স্বপ্ন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনায় অসম্প্রদায়িক বাংলাদেশে ডিজিটাল কর্মকান্ড বাস্তবায়ন করা। গৌরীপুরের স্বেচ্ছাসেবী সংগঠন “এসো গৌরীপুর গড়ি”র সমন্বয়কারী রন্টি চৌধুরী এক প্রশ্নের জবাবে, সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা মরহুম ডাঃ ক্যাপ্টেন (অবঃ) মুজিবের ব্যক্তিগত উদ্যোগে নির্মিত বঙ্গবন্ধু সহ জাতীয় চার নেতার ম্যুরাল, কলতাপাড়ায় বঙ্গবন্ধুর সর্বোচ্চ ভাস্কর্য, উন্নয়নের মাতা ফটো গ্যালারী রক্ষনাবেক্ষণ সহ তার পরবর্তী স্বপ্ন পরিকল্পনায় অসমাপ্ত কাজ মা ও শ্বাশুরী বৃদ্ধাশ্রম ও বঙ্গবন্ধু সংগ্রহশালা প্রতিষ্ঠার আশাবাদ ব্যক্ত করেন। আবু কাউছার চৌধুরী রন্টি ১৯৮১ সনে গৌরীপুর পৌর শহরের উত্তরবাজারে সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন। তার পরিবার আওয়ামী পরিবার হিসেবে সকলের কাছে পরিচিত।

Please Share This Post in Your Social Media

কপিরাইট © ফুলবাড়িয়ানিউজ২৪ ডট কম ২০২০
Design & Developed BY A K Mahfuzur Rahman