বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০২:২৪ পূর্বাহ্ন

এবার টি-টুয়েন্টি বিশ্বকাপে নারীরা

108ক্রীড়া প্রতিবেদক: ২০১৬ সালের নারীদের টি-টুয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশের প্রমীলারা।

বৃহস্পতিবার ব্যাংককে বিশ্বকাপের বাছাইপর্বের সেমিফাইনালে জিম্বাবুয়েকে ৩১ রানে হারিয়ে চুড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করে টাইগ্রেসরা।

এর আগে বাংলাদেশের নারীরা গ্রুপ পর্বের সব খেলায় অপরাজিত থেকে সেমিফানালে উঠে।

উল্লেখ্য, আগামী বছর ভারতে ১১ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত একই সাথে পুরুষ ও নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। এতে পুরুষদের পাশাপাশি নারীদের ১০টি ক্রিকেট দল অংশ নিবে। নারী বিভাগে আটটি দল আগেই চূড়ান্ত হয়ে আছে। বাকি দুই দলের মধ্যে প্রথম দল হিসেবে বিশ্বকাপে জায়গা করে নিল টাইগ্রেসরা।

নিয়ম অনুযায়ী বাছাইপর্বের চ্যাম্পিয়ন ও রানারআপ দলটিই বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে। বাংলাদেশ নারী দল গ্রুপ পর্বের সবগুলো ম্যাচেই জয় লাভ করে জিম্বাবুয়ের বিপক্ষে সেমিফাইনালে জিতে ফাইনালে উঠলো। আগামী ৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ফাইনাল খেলা। তৃতীয় ও চতুর্থ স্থান নির্ধারণী ম্যাচও একই দিন অনুষ্ঠিত হবে।

শুরুতে টসে হেরে বাংলাদেশের মেয়েরা ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় জিম্বাবুয়ের অধিনায়কের কাছ থেকে। নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশ ৫ উইকেট হারিয়ে ৮৯ রান সংগ্রহ করে। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ ৪৩ রান আসে ফারজানা হকের ব্যাট থেকে। এছাড়া শারমিন আক্তার ২২ রান করেছেন। বড় স্কোরের পথে থাকা এই দুই ব্যাটসম্যানই দুর্ভাগ্যজনক রান আউটের শিকার হতে হয়েছে।

জিম্বাবুয়ের বোলারদের মধ্যে জোসপেইন নিকোমু সর্বোচ্চ ২টি উইকেট নিয়েছেন। এছাড়া মাজভিসিয়া একটি উইকেট নেন।

৯০ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে জিম্বাবুয়ে নারী দল নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। রুমানা আহমেদের বোলিং তোপে পড়ে ৫৮ রানেই আটকে যায় জিম্বাবুয়ের ইনিংস। রুমানা আহমেদ ৪ ওভার বল করে ৮ রান খরচায় নিয়েছেন ৪টি উইকেট। এছাড়া ফাহিমা খাতুন ও শায়লা শারমিন প্রত্যেকে ২টি করে উইকেট নিয়েছেন। জিম্বাবুয়ের ব্যাটসম্যানদের মধ্যে কেবলমাত্র মুজাজি দুই অংকের ঘরে পৌঁছাতে পেরেছেন। তিনি ১০ রান করে আউট হয়েছেন।

গ্রুপ পর্বে বাংলাদেশ থাইল্যান্ড, পাপুয়া নিউগিনি ও স্কটল্যান্ড বিপক্ষে জয় পায়।

প্রসঙ্গত, ১০ দলের টি-টোয়েন্টি নারী বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পাওয়া ৮ দল হচ্ছে- অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কা।

Please Share This Post in Your Social Media

কপিরাইট © ফুলবাড়িয়ানিউজ২৪ ডট কম ২০২০
Design & Developed BY A K Mahfuzur Rahman