বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১২:৪৬ পূর্বাহ্ন
ফুলবাড়িয়া নিউজ 24ডটকম : আমেরিকা বার্তা সংস্থা (এপি)বাংলাদেশ ব্যুরো প্রধান জুলহাস আলম রিপন এর পিতা, ফুলবাড়ীয়া উপজেলার ৮নং রাঙ্গামাটিয়া ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান, বাবুগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক হ.র.ম শহীদুজ্জামান আকন্দ (হবি মাস্টার) (৬৭) মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় ঢাকার একটি বেসরকারী হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি…রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ছেলে, ১মেয়ে সহ বহু আত্নীয় স্বজন রেখে গেছেন।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন স্থানীয় এমপি আলহাজ্ব মো. মোসলেম উদ্দিন এ্যাডভোকেট, ময়মনসিংহের জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকী,উপজেলা নির্বাাহী অফিসার শারমিন সুলতানা, ফুলবাড়ীয়া পৌর মেয়র গোলাম কিবরিয়া, উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এড. ইমদাদুল হক সেলিম, ফুলবাড়ীয়া প্রেসক্লাব সভাপতি মো. নুরুল ইসলাম খান, সাধারণ সম্পাদক আব্দুস ছাত্তার, ফুলবাড়িয়া নিউজ 24ডটকম প্রকাশক তথ্য বিশেষজ্ঞ কায়সারুল হক, সম্পাদক ডা. মো. আব্দুর রাজ্জাক, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হারুন অর রশিদ হারুন। গত ৭এপ্রিল অনুষ্ঠিত স্থানীয় সরকার ইউপি নির্বাচনে আওয়ামীলীগ মনোনিত নৌকা প্রতিক নিয়ে নির্বাচিত হয়েছিলেন তিনি।
এছাড়াও শোক জানিয়েছেন দেশ ও দেশের বাহিরের বিশিষ্টজনেরা।
আগামীকাল বুধবার সকাল ১১টায় ফুলবাড়ীয়া বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে ১ম এবং দুপুর ২টায় নিজ বাড়ী সংলগ্ন বাবুগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে ২য় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে পরিবার সূত্রে জানা গেছে।