সোমবার, ২৯ মে ২০২৩, ১১:৫২ পূর্বাহ্ন

এনায়েতপুরের জুয়ারু ও মাদক ব্যবসায়ীদের হুশিয়ার করলেন কবির চেয়ারম্যান

enatpurফুলবাড়িয়া নিউজ 24ডটকম : ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার ৯নং এনায়েতপুর ইউনিয়নের ৩য় মেয়াদে নির্বাচিত চেয়ারম্যান কবির হোসেন তালুকদার এর আহ্বানে কাহালগাঁও বাজারে দেহ ব্যবসা, মদ, জুয়ার বিরুদ্বে প্রতিবাদ সভা কাহালগাঁও দোলমা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাত ৮ টা থেকে রাত পর্যন্ত ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাওলানা আব্দুল মোন্নাফ এর সভাপতিত্বে সভায় ক্ষমতাসীন দল আওয়ামীলীগ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও ইউপি চেয়ারম্যানের সমন্বয়ে নিম্ন লিখিত সিদ্ধান্ত গৃহিত হয়।

দেহ ব্যবসার সাথে কাহালগাঁও বাজার কমিটির সভাপতি লাল মিয়া জড়িত থাকার বিষয়টি প্রমান হয়েছে বিধায় আজ (সোমবার) থেকে সভাপতির পদ থেকে বিলুপ্ত ও অবাঞ্চিত ঘোষনা করে ভবিষ্যতে তিনি আর উক্ত বাজার কমিটির সভাপতি পদে দাঁড়াতে পারবেন না। এমনকি তিনি বাজারের বাসাতেও থাকতে পারবেন না। ইচ্ছাকৃতভাবে বাজার থেকে না গেলে তাকে যাওয়ার জন্য বাধ্য করা হবে।
উপস্থিত স্থানীয়দের উদ্দেশ্যে চেয়ারম্যান আরও বলেন যেখানে মদ ও জুয়া খেলা দেখবেন প্রত্যেক পাড়ায় পাড়ায় কমিটি দেয়া হবে তারা কঠোর হস্তে দমন করবেন এতে কোন সমস্যা হলে সরাসরি আমাকে (চেয়ারম্যান) ফোন করবেন আমি নিজে উপস্থিত হয়ে কোন কারনে তা সম্ভব না হলে যে কোন উপায়ে তা প্রতিহত করা হবে। কোন জুয়ারীকে পুলিশ ধরে নিয়ে গেলে কেউ তাকে ছাড়িয়ে আনবেন না, যদি কেহ তদবির করে ছাড়িয়ে আনেন তাহলে তাকে জুতা পেটা করা হবে।
৩য়বার নির্বাচিত চেয়ারম্যান হিসেবে তিনি বিগত দিনের চেয়ে আরও বেশি কাজ করার আশাবাদ ব্যক্ত করে বলেন, বিগত দিনে অত্র ইউনিয়নে যতটুকু কাজ করেছি আগামীতে কথা কম বলে কাজ বেশি করার চিন্তা করছি।
সভায় আরও বক্তব্য রাখেন আ’লীগ নেতা ইদ্রিস আলী, মৌঃ ফজলুল হক, ফজলুল হক ও মেহেদী হাসান খলিল সহ বিভিন্ন দলের নেতৃবৃন্দ। ###

Please Share This Post in Your Social Media

কপিরাইট © ফুলবাড়িয়ানিউজ২৪ ডট কম ২০২০
Design & Developed BY A K Mahfuzur Rahman