বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৯:০৫ পূর্বাহ্ন
ফুলবাড়িয়া : ময়মনসিংহের ফুলবাড়িয়ায় মাদক বিরোধী অভিযানে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) রাতে পৃথক অভিযানে চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে থানা সূত্রে জানা গেছে।
জানা যায়, এসআই শাহীনুল ইসলামনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স পৌর সদরের সরকারী খাদ্য গুদাম এলাকা থেকে জীবন চৌহানকে আধা কেজী গাজাসহ গ্রেফতার করে। এসআই হানিফ উদ্দিনের নেতৃত্বে উপজেলার এনায়েতপুর ইউনিয়নের সোয়াইতপুর এলাকা থেকে এনায়েতপুরের সাবেক ইউপি সদস্য রজব আলীর ছেলে শফিকুল ইসলাম ওরফে সানি (২৩) কে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন।
এনায়েতপুরের একাধিক ইউপি সদস্য বলেন,সাবেক ইউপি সদস্য রজব আলী ছেলে এলাকায় দীর্ঘদিন যাবত ইয়াবা গাঁজা সহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। তার বয়ে সাধারণ মানুষ কথা বলতে পাটে না। পুলিশ জানায় , এরা দীর্ঘদিন যাবত পুলিশের চোখ ফাকি দিয়ে গাঁজা ও ইয়াবা বিক্রি করে আসছে।
ফুলবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মো. শাহীনুজ্জামান খান বলেন, মাদক বিরোধী অভিযানে গ্রেফতারকৃত ২ জনকে আদালতে পাঠানো হয়েছে।