রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০২:৩২ পূর্বাহ্ন

একুশে ফেব্রুয়ারিতে ফুলবাড়িয়ায় আওয়ামী লীগের দিনব্যাপী কর্মসূচী

ফুলবাড়িয়া নিউজ 24 ডট কম : মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ ফুলবাড়িয়া উপজেলা শাখার উদ্যোগে দিনব্যাপী ব্যাপক কর্মসুচি পালিত হয়। এ লক্ষে গতকাল মঙ্গলবার সকাল ৮ টায় ফুলবাড়িয়া পৌর ভবনের সামনে দলীয় নেতাকর্মীদের উপস্থিতি, কালোব্যাজ ধারন, সাড়ে আটটায় মিছিল পুর্ব সমাবেশ, নয়টায় মিছিল এবং মিছিলশেষে ফুলবাড়িয়া কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ইমদাদুল হক সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদের সঞ্চালনায় মিছিল পুর্ব সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান এডভোকেট আব্দুর রাজ্জাক। তিনি বলেন, একুশ মানেই প্রতিবাদ, প্রতিরোধ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিবাদ প্রতিরোধ শুরু করেছিলেন। জেলাখানায় গিয়েছেন। তারই উত্তরসুরী শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে ব্যাপক উন্নয়ন করেছেন। উন্নয়ন ব্যাহত করতে বিএমপি জামাত চক্র নানা ষড়যন্ত্র করছে। এদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। তিনি আরো বলেন, উপজেলা আওয়ামী লীগ পরিচ্ছন্ন আওয়ামীলীগ। একটি সুন্দর সুশৃঙ্খল সমাবেশ করেছে। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন যারা দুরে আছেন তারা আসুন। না আসলে শেখ হাসিনার সাথে বেইমানি করা হবে।
সভাপতির বক্তব্যে এডভোকেট ইমদাদুল হক সেলিম বলেন, একুশ মানে চেতনা। গত ১৪ বছরে আওয়ামী লীগ ব্যাপক উন্নয়ন করে বাংলাদেশকে স্বনির্ভর দেশ হিসেবে গড়ে তুলছেন। বাংলাদেশকে ডিজিটাল দেশে রুপান্তর করেছে। আগামীতে ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে শেখ হাসিনা এগিয়ে চলছেন। শেখ হাসিনার উন্নয়ন জনগনের মাঝে বেশি করে প্রচার করতে হবে। শেখ হাসিনাকে আড়াল করতে ব্যাপক উন্নয়নের পরও শেখ হাসিনার নাম প্রচার করছেনা। এজন্য উন্নয়নের রূপকার শেখ হাসিনার নাম প্রচার করতে হবে।
তিনি ২০২৪ সালের নির্বাচন নিয়ে বিরোধীচক্র বিশৃঙ্খলার পায়তারা করছে। এ জন্য ২০২৪ সালের নির্বাচন একটি চ্যালেঞ্জিং নির্বাচন । তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে বিরোধী জোট যত ষড়যন্ত্র করুক সফল হতে পারবেনা। ঐক্যবদ্ধ আওয়ামী লীগের বিকল্প নেই। সবশেষে তিনি আগামী ২০২৪ সালে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনে শেখ হাসিনা মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে সকলকে ঐক্য বদ্ধ হওয়ার আহবান জানান।
সভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি এডভোকেট একেএম শামসুল হুদা, উপদেষ্টা মন্ডলীর সদস্য ডাঃ এমদাদুল হক খোকন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও পৌর মেয়র গোলাম কিবরিয়া, ময়েজ উদ্দিন তরফদার, এডভোকেট আবুল কাশেম মুছা, অধ্যাপক আবুল হোসেন, ডাঃ তোফাজ্জল হোসেন, উপজেলা যুবলীগের আহবায়ক মোঃ আব্দুল কদ্দুস, যুবলীগের যুগ্ন আহবায়ক মঞ্জুরুল হক রাসেল, তাতীলীগের সভাপতি চান মিয়াসহ অন্যান্যারা।
সমাবেশে এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ, ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন। পরে ভাষা শহীদ, শহীদ মুক্তিযোদ্ধা, ১৯৭৫ সালের ১৫ আগষ্টে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ পরিবারের সকল শহীদ, জাতীয় চার নেতাসহ বিভিন্ন লড়াই সংগ্রামে সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে কেআই সিনিয়র ফাজিল মাদ্রাসা সংলগ্ন নুর মসজিদে মিলাদ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়। বিকালে জেলা আওয়ামী লীগের আলোচনা সভায় যোগদান করেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

কপিরাইট © ফুলবাড়িয়ানিউজ২৪ ডট কম ২০২০
Design & Developed BY A K Mahfuzur Rahman