বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০১:৫৬ পূর্বাহ্ন
ফুলবাড়িয়া নিউজ 24ডটকম : ১৪/২৫ বছর বয়সের একটি মেয়ে পাওয়া গিয়েছে। মেয়েটি কথা বলতে পারে না। ১মার্চ মঙ্গলবার বিকেল ৫টার দিকে তেলীগ্রাম বাজারের মা মেডিকেল হলের সামনে বসে থাকতে দেখে দোকানের মালিক আরিফুর রহমান তার পরিচয় জানতে চান। কিন্তু কোন উত্তর না পেয়ে মেয়েটিকে তার হেফাজতে বাড়ীতে নিয়ে রাখেন। আরিফ আরও জানান, মেয়েটির সাথে ২টি ব্যাগ আছে, যাতে কিছু কাপড়-চোপড় ও কসমেটিকস রয়েছে। মেয়েটি কারও পরিচিত হলে তার অভিভাবক কে খবর দেয়ার অনুরোধ জানিয়েছেন আরিফুর রহমান।
-যোগাযোগ
আরিফুর রহমান
স্বত্তাধিকারী
মা মেডিকেল হল
তেলীগ্রাম বাজার
ফুলবাড়ীয়া, ময়মনসিংহ।
01717-733954