বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৯:৪০ পূর্বাহ্ন
মির্জা মো: মুঞ্জুরুল হক : ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ২০২০-২১ অর্থ বছরের রাজস্ব বাজেটের আওতায় উম্মুক্ত/প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ পুকুরে পোনা অবমুক্তকরণের মধ্যদিয়ে এর উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ আব্দুল মালেক সরকার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ¦ শরাফ উদ্দিন শর, মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন সুলতানা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান তালুকদার, শম্ভুগঞ্জ মৎস্য বীজ উৎপাদন খামার ব্যবস্থাপক মো: কবির উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক ওয়াদুদ আকন্দ দুদু, উপজেলা কমিউনিটি পুলিশিং এর সাধারন সম্পাদক হারুন অর রশিদ, উপজেলা যুবলীগের আহবায়ক আব্দুল কুদ্দুস। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা সিরাজুল ইসলাম।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান তালুকদার বলেন, ময়মনসিংহের শম্ভুগঞ্জ মৎস্য বীজ উৎপাদন খামার হতে ১লাখ টাকার বিনিময়ে ৩৭১ কেজি পোনা মাছ ২১ টি প্রতিষ্ঠানে সরবরাহ করা হয়।