বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১২:২৯ পূর্বাহ্ন
ফুলবাড়িয়া নিউজ 24ডটকম : ফুলবাড়ীয়া উপজেলার ৮নং রাঙ্গামাটিয়া ইউনিয়নের উপ-নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী সালিনা চৌধুরী মনোনয়নপত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার দুপুর ১.৩০মিনিটে দলীয় নেতাকর্মীদের সাথে রির্টানিং অফিসারের ও উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার এর নিকট মনোনয়ন পত্র জমা দেন। সালিনা চৌধুরী এসোসিয়েট প্রেস (এপি) বাংলাদেশ ব্যুরো প্রধান জুলহাস আলমের স্ত্রী।
অত্র ইউনিয়নে আ’লীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থী হরম শহিদুজ্জামান আকন্দ হবি মাস্টার নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হওয়ার এক মাস পর মৃত্যুবরণ করায় ঐ ইউনিয়নের চেয়ারম্যান পদটি শুন্য ঘোষনা করে কমিশন।
এর ধারাবাহিকতায় আগামী ৩১অক্টোবর এ ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।