রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৪১ পূর্বাহ্ন
ফুলবাড়িয়া নিউজ 24ডটকম : মঙ্গলবার (২৭সেপ্টেম্বর) দুপুর ১টায় ময়মনসিংহের ফুলবাড়িয়ায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান এড. আজিজুর রহমান। সভায় অংশ নেন কমিটির প্রধান উপদেষ্টা আলহাজ্ব মোসলেম উদ্দিন এ্যাডভোকেট এমপি। সঞ্চালনায় ছিলেন ভারপ্রাপ্ত ইউএনও ফৌজিয়া সিদ্দিকা। এতে অংশ নেন বিভিন্ন বিভাগের অফিসারবৃন্দ ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ। এর আগে উপজেলা আইন শৃঙ্খলা ও আসন্ন দূর্গাপূজা উদযাপন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী মাসিক সভার আগেই ফুলবাড়ীয়া টু ময়মনসিংহগামী গাড়ী ভাড়ায় অতিরিক্ত ভাড়া আদায়কারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত গৃহিত হয়।