বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৯:২৬ পূর্বাহ্ন
ফুলবাড়িয়া : শনিবার ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা মাধ্যমিক বিজ্ঞান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ফুলবাড়িয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মো. মোকছেদ আলী। এতে প্রধান অতিথি ছিলেন ফুলবাড়িয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.কে.এম রুহুল আমিন। বিশেষ অতিথি ছিলেন ফুলবাড়িয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু ওবায়দা বাবুল, পলাশীহাটা বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ এ.কে.এম শামছুল হক, আল হেরা একাডেমী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মজিদ, পলাশতলী আমিরাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.কে.এম সায়ফুল ইসলাম কাজল, আছিম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রেজ্জাক, মোহাম্মদ নগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাদত হোসেন। সমিতির হিসাব নিকাশ উপস্থাপন করেন উপজেলা মাধ্যমিক বিজ্ঞান শিক্ষক সমিতির সমিতির সাধারণ সম্পাদক অধীর চন্দ্র পাল।
এ সময় বক্তব্য রাখেন ফুলবাড়িয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নাজমুল হুদা, ধামর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক খলিলুর রহমান সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পলাশীহাটা বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের সিনিয়র শিক্ষক মো. জয়নাল আবেদীন।