বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০২:২৫ পূর্বাহ্ন

উপজেলা প্রশাসনের দিনব্যাপী ৪৪তম মহান বিজয় দিবস উদযাপিত হচ্ছে

6600ফুলবাড়িয়া নিউজ ২৪ডটকম : উপজেলা প্রশাসনের উদ্যোগে ৪৪তম মহান বিজয় দিবস/২০১৫ উপলক্ষে দিনব্যাপী ব্যাপক কর্মসূচি চলছে। গৃহিত কর্মসূচীর মধ্যে ১৫ডিসেম্বর সন্ধ্যা থেকে মহান মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ চত্বরে আলোকসজ্জা। ১৫ডিসেম্বর সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা। ১৬ডিসেম্বর রাত ১২.০১মিনিটে মহান মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ্যে পুস্পস্তবক অর্পনের মাধ্যমে মহান বিজয় দিবসের সূচনা, সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারী, বেসরকারী ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে/ভবনে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৮.৩০মিনিটে আনুষ্ঠানিকভাবে উপজেলা পরিষদ প্রাঙ্গণে পতাকা উত্তোলন ও সালাম গ্রহণ; সকাল ৯টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে পুলিশ,

6500মুক্তিযোদ্ধা, বিএনসিসি, স্কাউট, গার্ল-ইন স্কাউট, কাব স্কাউট এবং বিভিন্ন শিা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীবৃন্দের অংশ গ্রহনে সম্মিলিত কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন চলছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন মাননীয় জাতীয় সংসদ সদস্য, মুক্তিযুদ্ধের সংগঠক আলহাজ্ব মোঃ মোসলেম উদ্দিন এ্যাডভোকেট। বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান এড. আজিজুর রহমান। সভাপতিত্ব করছেন উপজেলা নির্বাহী অফিসার বনানী বিশ্বাস। এছাড়াও ১১ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সম্বর্ধনা ও আলোচনা সভা, উপজেলা পরিষদ প্রাঙ্গণে ১২.৩০টায় মহিলাদের ক্রীড়া অনুষ্ঠান, দুপুর ১টায় উপজেলা বনাম পৌর একাদশ এর মাঝে প্রীতি ফুটবল ম্যাচ, বাদ জোহর/ সুবিধাজনক সময়ে জাতির শান্তি, অগ্রগতি এবং শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে সকল মসজিদ, মন্দির, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে মোনাজাত/প্রার্থনা। বিকাল ৫টায় মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধে সাংস্কৃতিক অনুষ্ঠান।

Please Share This Post in Your Social Media

কপিরাইট © ফুলবাড়িয়ানিউজ২৪ ডট কম ২০২০
Design & Developed BY A K Mahfuzur Rahman