সোমবার, ০৫ Jun ২০২৩, ০৯:৫৭ অপরাহ্ন
ফুলবাড়িয়া : বুধবার ফুলবাড়িয়ায় উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা শিক্ষা অফিস। এতে প্রধান অতিথি ছিলেন মহান মুক্তিযুদ্ধের সংগঠক, গণপরিষদ সদস্য ও সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি মো. মোসলেম উদ্দিন এডভোকেট এমপি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাহিদুল করিম এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. শরাফ উদ্দিন শর। এ সময় সহকারী কমিশনার (ভূমি) সেলিনা আক্তার, ময়মনসিংহ জেলা পরিষদের সংরক্ষিত ওয়ার্ড সদস্য ও ফুলবাড়িয়া মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক ফারজানা শারমিন বিউটি, রাধাকানাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ গোলাম কিবরিয়া শিমুল তরফদার, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আবুল কালাম আজাদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।