বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০২:০৫ পূর্বাহ্ন
ফুলবাড়িয়া নিউজ ২৪ডটকম : রবিবার (১৩মার্চ) ফুলবাড়ীয়া অফিসার্স কাবের উদ্যেগে উপজেলা পরিষদ মিলনায়তনে ফুলবাড়ীয়া উপজেলা নির্বাহী অফিসার বনানী বিশ্বাসকে সংবর্ধনা দেয়া হয়েছে। অপরদিকে উপজেলা কৃষি অফিসার আহসাহনুল বাসার ও ফুলবাড়ীয়া থানার ওসি তদন্তকে বিদায়ী সংবর্ধনা এবং সদ্য যোগদানকারী অফিসারদের বরণ করে নেয়া হয়।
অফিসার্স কাবের সভাপতি ইউএনও বনানী বিশ্বাস এর সভাপতিত্বে বক্তব্য রাখেন ফুলবাড়ীয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এডঃ আজিজুর রহমান, ভাইস চেয়ারম্যান ফজলুল হক শামীম, মহিলা ভাইস চেয়ারম্যান মাহবুবা সুলতানা রুনা, পৌর মেয়র মোঃ গোলাম কিবরিয়া, উপজেলা আ’লীগের তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক এডঃ ইমদাদুল হক সেলিম, উপজেলা কৃষি অফিসার ড. নাসরিন আক্তার বানু, ফুলবাড়ীয়া থানা ইনর্চাজ রিফাত খান রাজিব, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মো. আব্দুল মান্নান। অনুষ্ঠান সঞ্চালনা করেন পল্লী উন্নয়ন কর্মকর্তা ও কাবের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম।