বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৮:৫৬ পূর্বাহ্ন
রতন ভৌমিক, ঈশ্বরগঞ্জ : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অবৈধ দখলদারের কবল থেকে সরকারি হালটের রাস্তা পুনরুদ্ধার কার্যক্রম শুরু হয়েছে। অপরিকল্পিত মৎস্য খামারের কারণে সৃষ্ট ভাঙনের কবল থেকে রাস্তাঘাট রক্ষায় গতকাল মঙ্গলবার থেকে উপজেলা প্রশাসন এ কার্যক্রম শুরু করে । জানা গেছে, নির্ধারিত শোল্ডার না রেখে অবাধে গড়ে উঠা মৎস্যখামারের কারণে উপজেলার অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা বেহাল হয়ে পড়ায় বিষয়টি আলোচনায় আসে । টেস্ট কেস হিসেবে উপজেলা প্রশাসন মাইজবাগ ইউনিয়নের সাতজন পুকুর মালিককে বেঁধে দেওয়া সময়ের মধ্যে সরকারি রাস্তা নির্মাণ করে দেওয়ার জন্য নোটিশ প্রদান করে । পরে গত ৩০ আগষ্ট দৈনিক আমাদের সময়ে ‘ঈশ^রগঞ্জে সামাজিক অসন্তোষ’ অপরিকল্পিত মৎস্যখামারে বেহাল সড়ক , শিরোনামে সংবাদ প্রকাশিত হওয়ায় বিষয়টি নতুন করে আলোচনায় আসে । এর পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন ও জেলা নির্বাহী ম্যাজিস্ট্র্যাট মো. মিজানুর রহমান ওইদিন মগটুলা ইউনিয়নের ধীতপুর গ্রামে যায়। এসময় তারা ম্যাপে সরকারি হালটের ৩০ ফুট রাস্তার মধ্যে সরেজমিন ১৪ থেকে ১৮ ফুট রাস্তার অস্তিত্ব পান। বাকি অংশ রাস্তার উভয় পাশে মৎস্যখামারে বিলীন হয়। পরে ওই গ্রামের ৭ জনকে তাদের সৃষ্ট পুকুর/জলাধার দ্বারা সরকারি রাস্তার ক্ষতিসাধন ও জনসাধারণের চলাচল বিঘ্নিত হওয়ায় সরকারি সীমানা হতে যুক্তিসঙ্গত সীমানা রেখে রাস্তার ক্ষতিসাধন থেকে বিরত থাকতে ফৌজদারি কার্যবিধির ১৩৩ ধারার আলোকে নোটিশ দেওয়া হয় ।
ধীতপুর গ্রামের কৃষক আব্দুল মোতালেব (৬৫) বলেন, আমাদের রাস্তাটি আগে আরও বড় ছিল, রাস্তার পাশে পুকুর দেওয়ায় রাস্তা ভেঙে ছোট হয়ে গেছে। তবে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে রাস্তাটি পুনরুদ্ধার হলে মানুষের চলাচলের ভোগান্তি দূর হবে ।
উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন বলেন, সরকারি হালটের রাস্তা পুনরুদ্ধার করতে অবৈধ দখলদার ও মৎস্যখামারের মালিকদের নোটিশ দেওয়া হয়েছে। রাস্তার ক্ষতিসাধন না হওয়া তথা জনস্বার্থে এ কার্যক্রম চলমান থাকবে বলে জানান তিনি ।