বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ১০:১৯ পূর্বাহ্ন
ঈশ্বরগঞ্জ : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মঙ্গলবার সকালে এক ব্যক্তির বজ্রপাতে মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম জাহাঙ্গীর (৩২)। তিনি উপজেলার মাইজবাগ ইউনিয়নের তেরচাটি গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে। জানা গেছে, প্রতিদিনের মত ওইদিন জাহাঙ্গীর ঘুম থেকে উঠে বাড়ির পেছনে মৎস্যখামার দেখভাল করতে যায়। পরে সকাল সাতটার দিকে বজ্রপাতে গুরুতর আহত হয়ে সে পুকুর পাড়েই প্রাণ হারায়। সকাল দশটা অবধি জাহাঙ্গীর বাড়ি না ফেরায় বাড়ির লোকজন খোঁজাখুঁজি করে পুকুরপাড়ে চেতনাহীন জাহাঙ্গীরকে পড়ে থাকতে দেখে। পরে দ্রুত ঈশ^রগঞ্জ হাসপাতালে নেওয়া হলে ডাক্তার জাহাঙ্গীরকে মৃত ঘোষণা করেন ।