বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৯:৪৯ পূর্বাহ্ন

ঈশ্বরগঞ্জে ফসল সুরক্ষায় আলোক ফাঁদ

রতন ভৌমিক, ঈশ্বরগঞ্জ :
ঈশ্বরগঞ্জে আমন ফসল সুরক্ষায় আলোক ফাঁদ স্থাপন করা হয়েছে। ফসলের জন্য উপকারী ও অপকারী পোকা শনাক্ত করতে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে চলমান এ কার্যক্রমের অংশ হিসেবে গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার পৌর সদর, আশ্রবপুর ও হারুয়া ব্লকে আলোক ফাঁদ স্থাপন করা হয়। স্থানীয় কৃষকদের সাথে নিয়ে আলোক ফাঁদে পোকা শনাক্তকরণে এসময় অন্যদের মধ্যে উপজেলা কৃষি কর্মকর্তা সাধন কুমার গুহ মজুমদার, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোরশেদ আলী খান, আবুল খায়ের ও সোহেল রানা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা সাধন কুমার গুহ মজুমদার জানান, আলোক ফাঁদে ফসলের জন্য ক্ষতিকর পোকার উপস্থিতি ছিল না। আবহাওয়া অনুকূলে থাকলে এবার আমনের আশাতীত ফলন হবে বলে জানান তিনি ।

Please Share This Post in Your Social Media

কপিরাইট © ফুলবাড়িয়ানিউজ২৪ ডট কম ২০২০
Design & Developed BY A K Mahfuzur Rahman