বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৮:৪৮ পূর্বাহ্ন
রতন ভৌমিক, ঈশ্বরগঞ্জ : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে রাজস্ব খাতের আওতায় পোনা মাছ অবমুক্তকরণ করা হয়েছে। সোমবার উপজেলা পরিষদ পুকুরে পোনা মাছ অবমুক্ত করে কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এএসএম সানোয়ার রাসেল, কৃষি কর্মকর্তা সাধন কুমার গুহ মজুমদার, ভেটেরিনারি সার্জন ডা.অমিত দত্ত, উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি নুরুল ইসলাম খান সুরুজ প্রমুখ। ঈশ্বরগঞ্জ সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর, ঈশ্বরগঞ্জ থানা, জামিয়া ইসলামিয়া গাফুরিয়া মাদ্রাসার ৩টি, হর পার্বতী মন্দির, তেলুয়ারি মাদ্রাসার পুকুর ও শিন্নি বিলে মাছ অবমুক্ত করা হয়।