বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৯:৪৭ পূর্বাহ্ন
রতন ভৌমিক, ঈশ্বরগঞ্জ : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে উপজেলার ৫৮ পূজামন্ডপে নগদ অনুদান বিতরণ করা হয়েছে। সোমবার সকালে স্থানীয় সংসদ সদস্য ফখরুল ইমামের ঐচ্ছিক তহবিলের অনুদান সংশ্লিষ্ট মন্দিরের পূজারিদের মাঝে বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেনের সভাপতিত্বে অনুদান বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি নূরুল ইসলাম খান সুরুজ, সাধারণ সম্পাদক মো. আব্দুল হাদী, অর্থ বিষয়ক সম্পাদক ও সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী মো. আব্দুল মতিন, পূজা উদযাপন পরিষদ উপজেলা শাখার সভাপতি প্রবোধ রঞ্জন সরকার ও সাংবাদিক রতন ভৌমিক প্রমুখ ।