মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০৪:৪৬ পূর্বাহ্ন
ফুলবাড়িয়া নিউজ 24ডটকম : ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় সোমবার বেলা ১১টায় ঈদ পূনর্মিলনীতে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে র্যালী ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন ময়মনসিংহ বিভাগীয় অফিস অনুষ্ঠানের আয়োজক। উপজেলা পরিষদ চত্বর হতে র্যালী শুরু হয়ে ইসলামিক ফাউন্ডেশন অফিসে শেষ হয়। সেখানে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের মোস্তফা জামান। জঙ্গিবাদ বিরোধী বক্তব্য রাখেন ইউএনও শারমিন সুলতানা, সহকারী কমিশনার (ভূমি) ফৌজিয়া সিদ্দিকা, অফিসার ইনচার্জ রিফাত খান রাজিব, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক মো. হারুন অর রশিদ হারুন প্রমুখ।
সম্পাদনায়- আব্দুস ছাত্তার