বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৮:৪০ পূর্বাহ্ন
ফুলবাড়িয়া নিউজ 24ডটকম : সোমবার (২৭জুন) উপজেলা পরিষদ হল রুমে ফুলবাড়ীয়া উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম ও খতিবদের নিয়ে ইসলামিক ফাউন্ডেশন ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে স্থানীয় কমিউনিটি পুলিশিং এর সহযোগিতায় সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহের পুলিশ সুপার মঈনুল হক।
ইসলামিক ফাউন্ডেশন ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. মহিউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার শাহিদুল ইসলাম, কমিউনিটি পুলিশিং ফুলবাড়ীয়া উপজেলা শাখার সভাপতি এড, ইমদাদুল হক সেলিম, পৌর মেয়র গোলাম কিবরিয়া, থানা অফিসার ইনচার্জ রিফাত খান রাজিব, কাতলাসেন কাদেরিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহ বিন সুরুজ, হেড মোহাদ্দিস মাও. খোরশেদ আলম মাদানী, বিটিভির ধর্মীয় আলোচক মাও. আবু ইউছুফ মল্লিক, মাও. আব্দুর রাজ্জাক প্রমুখ।
মতবিনিময় সভা পরিচালনা করেন ফুলবাড়ীয়া উপজেলা পুলিশিং কমিটির সাধারন স¤পাদক মোঃ হারুন অর রশীদ হারুন। এতে প্রায় শতাধিক ইমাম ও খতিবরা অংশ নেন।