রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০২:৫০ পূর্বাহ্ন
ফুলবাড়িয়া নিউজ 24 ডটকম : সামাজিক যোগাযোগের চারটি মাধ্যম ফেসবুক, ম্যাসেঞ্জার, ভাইবার ও হোয়াটসঅ্যাপ সাময়িক বন্ধ করার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
নিরাপত্তার স্বার্থে সামাজিক এই যোগাযোগমাধ্যমগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী তারানা হালিম। সেই সঙ্গে বিটিআরসির একটি উচ্চপর্যায়ের সূত্র এ বিষয়টি নিশ্চিত করেছে।
তবে ইন্টারনেট-ব্যবস্থা বন্ধ করা হয়েছে কী-না এই বিষয়ে কালের কণ্ঠের সাংবাদিকের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ইন্টারনেট বন্ধ করা হয়নি। এই ব্যবস্থায় সাময়িক ত্রুটি ছিল, যা ইতিমধ্যে সংশোধন করা হয়েছে।
সূত্রটি জানায়, নিরাপত্তাজনিত কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুরোধে বিটিআরসি এ নির্দেশনা জারি করেছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধের এটা বলবৎ থাকবে।