আ. জব্বার : ফুলবাড়ীয়া পৌরসভার ৭নং ওয়ার্ডে অবস্থিত ইনস্টিটিউট অব আই সি টি ফুলবাড়ীয়া গতকাল শনিবার পরিদর্শন করেছেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক আনন্দ ফলিয়া এবং ময়মনসিংহ জেলার গৌরিপুর সরকারী টেকনিক্যাল স্কুল ও কলেজের ড. প্রকৌশলী অধ্যক্ষ মোঃ আব্দুল মতিন। পরিদর্শনকালে কর্মকর্তাগণ ইনস্টিটিউট অব আই সি টি ফুলবাড়ীয়া এর কার্যক্রমের অংশ হিসেবে ব্যবহারিক কাসরুমের সুন্দর ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন। এ সময় উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক মোঃ নূরুল ইসলাম খান, অধ্যক্ষ মোঃ শেখ সাদী, ব্যবস্থাপনা পরিচালক মোঃ মনোয়ার হোসেন খান, পরিচালক মোঃ নজরুল ইসলাম ও আছিম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ট্রেড ইন্সট্রাক্টর (জেমে) মোঃ আবুল কালাম প্রমুখ। এর পর পরিদর্শন টিম ফুলবাড়ীয়া পৌরসভার ৭নং ওয়ার্ডে অবস্থিত জায়েদা মডেল প্রি-ক্যাডেট স্কুল পরিদর্শন করেন এবং কাসে কাসে কোমলমতি ছাত্র-ছাত্রীদের সাথে কুশল বিনিময় করেন।
আপনার মতামত লিখুন :