রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০১:৫৫ পূর্বাহ্ন
ফুলবাড়িয়া নিউজ ২৪ডটকম : নবকলি প্রকল্প ওর্য়াল্ড ভিশন বাংলাদেশ, ফুলবাড়িয়া এডিপির উদ্যোগে গত ২৪ জানুয়ারি সোমবার এডিপি হলরুমে ইডিএফ এর দক্ষতা উন্নয়ন বিষয়ক একদিনের ওরিয়েন্টেনের আয়োজন করা হয়। ওর্য়াল্ড ভিশন বাংলাদেশ নবকলি প্রকল্পের মাঠ পর্যায়ের কার্যক্রমকে আরো গতিশীল ও তরান্বিত এবং সেই সংগে অর্থনৈতিক দলের সদস্যদের জীবনমানোœয়নে ইডিএফ ভুমিকা রাখবে বলে উক্ত ওরিয়েন্টেশন আশাবাদ ব্যক্ত করা হয়। ওরিয়েন্টেশনে ইডিএফ এর দক্ষতা উন্নয়ন বিষয়ে আলোচনা করেন অর্থনৈতিক উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুর রউফ এবং স্বাস্থ্য,পুষ্টি ও জিএমপি বিষয়ে ওরিয়েন্টেশনে আলোকপাত করেন স্বাস্থ্য কর্মকর্তা লিনা সাংমা।