ইচাইল স্কুলে শিক্ষক ও শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা


প্রকাশের সময় : নভেম্বর ১৭, ২০১৬, ১০:৩৮ AM / ৬৭৯
ইচাইল স্কুলে শিক্ষক ও শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

6000গিয়াস উদ্দিন, ইচাইল : ইচাইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বুধবার (১৬নভেম্বর) অবসরজনিত শিক্ষক মো. আবুল কালাম ও ২০১৬সালের পঞ্চম শ্রেণীর সমাপনী পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা বিদ্যালয়ের শ্রেণী কক্ষে অনুষ্ঠিত হয়েছে। পরিচালনা কমিটির সভাপতি ও অব. প্রধান শিক্ষক আলহাজ্ব খন্দকার আব্দুছ ছালাম এর সভাপতিত্বে বক্তৃতা করেন প্রধান শিক্ষক খন্দকার মো. আশরাফুল আলম, জোরবাড়ীয়া কালাকান্দা স:প্রা:বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শামছুল হক সরকার, ভাটিপাড়া বালাশ্বর স:প্রা:বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু ইউছুফ, ইচাইল উচ্চ বিদ্যালয়ের অব. শিক্ষক আলহাজ্ব আব্দুল ওয়াদুদ, সহকারী শিক্ষক খাদিজা-তুল-কোবরা, আসমা খাতুন,

6001

মাফরোজা ইয়াসীমন (স্মৃতি), ছাহেরা খাতুন, অব. প্রধান শিক্ষক আলহাজ্ব নুরুল আখেরসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রহিম। বিদায়ী শিক্ষার্থীদের হাতে বিদায়ী উপহার তুলে দেয়া হয়। মানপত্র পাঠ করেন সহকারী শিক্ষক মাখফুজা ইয়াসমিন (লুবনা)। অব. শিক্ষক মো. আবুল কালামের জায়নামাজ, ছাতা, লাঠিসহ বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেয়া হয়। আবুল কালাম অত্র বিদ্যালয়ে সুনামের সাথে সুদীর্ঘ ২৬বছর শিক্ষকতা করেন। তাঁর বিদায় বেলায় সকলের মাঝে এক শুন্যতা শুন্যতা আবেগময় পরিবেশ বিরাজ করে।