বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১২:৫০ পূর্বাহ্ন
আব্দুস ছাত্তার, ফুলবাড়িয়া নিউজ 24ডটকম : ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ৪র্থ ধাপে অনুষ্ঠিতব্য আসন্ন ইউপি নির্বাচনকে কেন্দ্র উপজেলার ১৩টি ইউনিয়নে ১২৩টি কেন্দ্রের মধ্যে ৬০ টি কেন্দ্র ঝুঁকিপূণ্য হিসেবে চিহিৃত করেছে নির্বাচন অফিস। বিশ্লেষনে জানা যায় প্রায় অর্ধেক কেন্দ্রই ঝুঁকিপূর্ণ।
নাওগাও ইউনিয়নে-৫, পুটিজানা-৫, কুশমাইল-৫, বালিয়ান-৫, দেওখোলা- ৪, ফুলবাড়িয়া- ৪, বাক্তা-৩, রাঙ্গামাটিয়া-৬, এনায়েতপুর-৬, কালাদহ-২, রাধাকানাই-৬, আছিম পাটুলী-৫, ভবানীপুর-৪টি। এই উপজেলার ১৩টি ইউনিয়নে আগামী ৭মে শনিবার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবার কথা রয়েছে। ইতিমধ্যে তার সকল প্রস্ততিও সম্পন্ন করেছেন সংশ্লিষ্ট কতৃপক্ষ।
থানা অফিসার ইনচার্জ রিফাত রাজিব জানিয়েছেন, ঝুঁকিপূর্ণ কেন্দ্রের জন্য বাড়তি নিরাপত্তার ব্যবস্থা রয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন সুলতানা জানান, ঝুঁকিপূর্ণ কেন্দ্রের জন্য আলাদা নিরাপত্তার ব্যবস্থা রয়েছে। এ ছাড়া পুরো উপজেলা জুড়েই মোবাইল টিম, র্যাব, বিজিবি, আনসার বাহিনীর টহল থাকবে।