ইউপি চেয়ারম্যান শহিদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন


প্রকাশের সময় : নভেম্বর ৬, ২০১৬, ৮:১০ AM / ১৩০
ইউপি চেয়ারম্যান শহিদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

06-11

মশিউর রহমান কাউসার, গৌরীপুর : ময়মনসিংহের গৌরীপুরে অচিন্তপুর ইউনিয়নের চেয়ারম্যান গৌরীপুর সরকারি কলেজের সাবেক ভি,পি শহিদুল ইসলাম অন্তরের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। গৌরীপুর উপজেলা পরিষদের সামনে রবিবার (৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলার অচিন্তপুর, মাওহা ও সহনাটি ইউনিয়নের আওয়ামীলীগের নেতা-কর্মী ও স্থানীয় জনগনের উদ্যোগে এ প্রতিবাদ কর্মসূচী হয়। এসময় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, ইউপি চেয়ারম্যান রমিজ উদ্দিন স্বপন, আব্দুল মান্নান, শহিদুল হক সরকার, আব্দুল্লাহ আল আমিন জনি, অচিন্তপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি আব্দুর রাজ্জাক, মাওহা ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক কবির উদ্দিন কবির, ইউপি সদস্য আব্দুর রউফ, এইচ এম খায়রুল বাসার, যুবলীগ নেতা মোশারফ হোসেন বাচ্চু, ছাত্রলীগ নেতা রফিকুল ইসলাম রফিক, নজরুল ইসলাম প্রমুখ। উল্লেখ্য মঙ্গলবার (১নভেম্বর) দিবাগত রাতে স্থানীয় সন্ত্রাসীরা শহিদুল ইসলাম অন্তরকে বাসা থেকে ডেকে এনে কুপিয়ে মারাতœক জখম করে। সে বর্তমানে রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।