রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০২:২৫ পূর্বাহ্ন

ইউপি চেয়ারম্যানের হস্তক্ষেপে ৭ম শ্রেণীর ছাত্রী রক্ষা পেল বাল্য বিয়ে থেকে

ramiz-24মশিউর রহমান কাউসার, গৌরীপুর(ময়মনসিংহ)প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মাওহা ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান রমিজ উদ্দিন স্বপনের হস্তক্ষেপে বাল্য বিয়ের হাত থেকে রক্ষা পেলো ৭ম শ্রেণীর ছাত্রী সাবিকুন নাহার। উল্লেখিত ইউনিয়নের খলতবাড়ী গ্রামের দরিদ্র কৃষক মাঈন উদ্দিনের মেয়ে সাবকিুন নাহার খলতবাড়ী উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী। ঈদের পরদিন শুক্রবার (৮ জুলাই) পার্শ্ববর্তী ইশ্বরগঞ্জ উপজেলার মহেষপুর গ্রামের আবু হানিফের পুত্র জসিম উদ্দিনের সাথে ওই শিশু কন্যার বিয়ের প্রস্তুতি চলছিল। খবর পেয়ে নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান রমিজ উদ্দিন স্বপন ঘটনাস্থলে গিয়ে উক্ত বাল্য বিয়ের আসর ভেঙ্গে দেন। এসময় ইউপি চেয়ারম্যান মেয়ে ও বর পক্ষের লোকজনকে প্রাপ্ত বয়স্ক হওয়ার পর এই বিয়ের কাজ সম্পন্ন করার জন্য অনুরোধ করেন। এদিকে বাল্য বিয়ের আসর ভেঙ্গে দেয়ায় ইউপি চেয়ারম্যানকে অভিনন্দন জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

Please Share This Post in Your Social Media

কপিরাইট © ফুলবাড়িয়ানিউজ২৪ ডট কম ২০২০
Design & Developed BY A K Mahfuzur Rahman