সোমবার, ০৫ Jun ২০২৩, ১০:৪১ অপরাহ্ন
মশিউর রহমান কাউসার : ময়মনসিংহের গৌরীপুরে শুক্রবার (১২ আগস্ট) বিকেলে ভ্রাম্যমান আদালতের অভিযানে দুটি বাল্য বিয়ের আসর ভেঙ্গে দিয়ে বর ও কনে পক্ষকে জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মর্জিনার আক্তার।
জানা গেছে, ঘটনার দিন গৌরীপুর পৌরসভার পশ্চিম দাপুনিয়ার আলম মিয়ার মেয়ে কাকলী আক্তার কেয়ার (১৩) সাথে প্রতিবেশী রহিম উদ্দিনের পুত্র মিথুনের (১৯) বিয়ের প্রস্তুতি চলছিল। খবর পেয়ে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উক্ত বাল্য বিয়ে প্রতিরোধ করেন। এসময় বর ও কনের পিতা উভয়কে ১ হাজার টাকা করে জরিমানা করা হয়। এর কিছুক্ষন পরেই উপজেলার ডৌহাখলা ইউনিয়নের ঝাউগাই গ্রামে বাসার মিয়ার মেয়ে ৮ম শ্রেণীর ছাত্রী রোকসানা আক্তারের (১৪) সাথে মোহনগঞ্জ উপজেলার আলী উসমানের পুত্র নূর সাহেদের (২৮) বাল্য বিয়ের আসরটিও ভেঙ্গে দেয়া হয়েছে। এসময় মেয়ের পিতাকে ১ হাজার টাকা ও বরকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রে ও ইউএনও মর্জিনা আক্তার জানান, পূর্ন বয়স না হওয়া পর্যন্ত যেন বিয়ে দিতে না পারে এজন্য দুটি বিয়ের আসরে অঙ্গীকারনামায় উভয়পক্ষের অভিভাবকদের স্বাক্ষর নেয়া হয়েছে।