মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০৪:৫৩ পূর্বাহ্ন

ইউএনও’র উপস্থিতিতে কুশমাইলে ভিজিএফ বিতরণ

pic-fulbaria-09-09-2016মো. আব্দুস ছাত্তার, ফুলবাড়িয়া নিউজ 24ডটকম : শনিবার (১০সেপ্টেম্বর)উপজেলা নির্বাহী অফিসার লীরা তরফদারের উপস্থিতিতে ৩নং কুশমাইল ইউনিয়নে প্রায় ৮৬বস্তা ভিজিএফ এর চাউল বিতরণ করা হয়েছে।
জানা যায়, পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে দু:স্থ ও অতি দরিদ্রদের মাঝে ভিজিএফ কর্মসূচীর আওতায় সহায়তার জন্য ৮হাজার ৩শ ১২জন কার্ডধারীর বিপরীতে প্রায় ৮৪মে:টন চাউল বরাদ্দ দেয় সরকার। যা গত বুহ: ও শুক্রবার বিতরণ করা হয়। বিতরণ শেষে ৮৬বস্তা চাউল উদ্ধৃত্ত থাকে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা ইউনিয়ন পরিষদ ঘেরাও করে এবং সারারাত পাহারা দেয়। আজ শনিবার উপজেলা নির্বাহী অফিসার লীরা তরফদার ইউনিয়ন পরিষদে উপস্থিত হয়ে উপস্থিত পুরুষ ও মহিলাদের মধ্যে এ চাউল বিতরণ করেন।

Please Share This Post in Your Social Media

কপিরাইট © ফুলবাড়িয়ানিউজ২৪ ডট কম ২০২০
Design & Developed BY A K Mahfuzur Rahman