আসছেন নতুন ইউএনও : যোগদান করেছেন ময়মনসিংহে


প্রকাশের সময় : অগাস্ট ২৪, ২০১৬, ১১:৩৯ AM / ২১৪
আসছেন নতুন ইউএনও : যোগদান করেছেন ময়মনসিংহে

niraফুলবাড়িয়া নিউজ 24ডটকম : ফুলবাড়িয়ায় নতুন ইউএনও হিসেবে বেগম লীরা তরফদার এর নাম শোনা যাচ্ছিল ক’দিন যাবত। অবশেষে তিনিই ফুলবাড়িয়ার নতুন ইউএনও হিসেবে জেলা প্রশাসক ময়মনসিংহে আজ বুধবার যোগদান করেছেন বলে বিভিন্ন মাধ্যমে জানা গেছে।

14045827_1220680661296917_9184121459060356191_n

তবে তিনি কবে নাগাদ ফুলবাড়িয়ায় অফিস করবেন সে সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। আগামীকাল বৃহস্পতিবার সরকারী ছুটি হওয়ার কারণে এ সপ্তাহে সম্ভবনা নেই। পরবর্তী সপ্তাহের প্রথমদিকে তিনি ফুলবাড়িয়ার দায়িত্বভার গ্রহণ করতে পারেন। তাঁর প্রেস রিলিজ পেলে বিস্তারিত জানাতে পারব।

শারমিন সুলতানা ৬মাসের ছুটি এবং অস্ট্রেলিয়ায় স্কলারশীপ থাকায় উপজেলার গুরুত্বপূর্ণ এ পদে বেগম লীরা তরফদার কে পদায়ন করা হতে পারে।