রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৭:২৩ পূর্বাহ্ন
এনায়েতপুর প্রতিনিধি : ময়মনসিংহের ফুলবাড়িয়ার এনায়েতপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ২০২২-২৩ অর্থ বছরে আশ্রয়ন প্রকল্প-২, পুনর্বাসিত সুবিধাভোগী পরিবারের সদস্যদের সেলাই প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১৬ মে) প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদুল করিম। প্রথম পর্বের প্রশিক্ষণ শেষ হবে ২৫ মে।
এনায়েতপুর ইউপি চেয়ারম্যান বুলবুল হোসেন এর সভাপতিত্বে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন সহ অন্যরা বক্তব্য রাখেন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রথম পর্বে ২৫-৩৫ জন প্রশিক্ষণার্থী অংশ নিচ্ছেন।